Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃক্ষরোপণ করুন

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য বলে মনে করেন পরিবেশবিদরা। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৭ থেকে ৮ শতাংশ। যা খুবই দুশ্চিন্তার বিষয়। পর্যাপ্ত গাছপালা না থাকলে পরিবেশ হুমকির মুখে পড়ে। তাপমাত্রা বেড়ে যায়, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি দেখা দেয়। বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। তাই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যেখানেই খালি জমি আছে সেখানেই গাছের চারা রোপণ করতে হবে। বাড়ির আঙিনা কিংবা ছাদ অথবা পতিত জমি সবখানেই বৃক্ষরোপণ করা উচিত। মনে রাখতে হবে, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয়। আবার ঘূর্ণিঝড়সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। রান্নার লাকড়ি আর ব্যবহারের আসবাবপত্র আমরা গাছ থেকেই পাই। তাই আমাদের সুন্দর এই পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ খুব প্রয়োজন।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন