Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভিয়েনায় শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ভিয়েনায় ইরানের পরমাণ পুনরুজ্জীবনের আলোচনায় শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের উপ মুখপাত্র জেলিনা পোর্টার শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনা আলোচনায় ইরানের সঙ্গে চুক্তি যেমন নিশ্চিত নয় তেমনি তা অত্যাসন্নও নয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে ইরানের আলোচনা চলছে। আমেরিকা এ আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে। গত মাসের গোড়ার দিকে আলোচনায় জড়িত পক্ষগুলো একটি অত্যাসন্ন চুক্তির খবর দিয়েছিল। কিন্তু আলোচনার মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গত ১১ মার্চ ভিয়েনা সংলাপ স্থগিত ঘোষণা করেন। এরপর আলোচনায় জড়িত দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মতপার্থক্য আরো কমে যাওয়ার খবর প্রকাশিত হয়। কিন্তু আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে ভিয়েনা সংলাপের আর কোনো তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েনায় শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ