Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে স্থগিত হওয়া বেলকুচি উপজেলার বড়ধুল ইউপি নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বেলকুচি উপজেলার ৬নং ক্ষীদ্র চাপড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে টিউবওয়েল ও মোরগ মার্কা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ভোট কেন্দ্রে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আবু সাঈদ মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ