১৫শ’ বসতভিটা যমুনা গর্ভে

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধির কারণে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে করে
শেরপুরের নকলায় অনুমোদনহীন ৫টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইট ভাটাগুলোতে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে নকলা উপজেলার সুমন ব্রিক্স, জননী ব্রিক্স, বাবা ব্রিক্স ও সেভেন স্টার ব্রিক্সকে ২ লাখ করে এবং চমক ব্রিক্সকে ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়। এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক দেলোয়ার হোসেন, নকলা থানার এসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।