ইউক্রেনের এক-তৃতীয়াংশ সেনার আত্মসমর্পণ

লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) লিসিচানস্কের কাছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে।
রাশিয়া সফরের ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। গতকাল রবিবার তিনি জানিয়েছেন, সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
রবিবার এক টুইট বার্তায় কার্ল নেহামার লেখেন, ‘আমি আগামীকাল মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবো। আমরা (অস্ট্রিয়া) সামরিকভাবে নিরপেক্ষ, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান যুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে।’
ইউক্রেন থেকে বেসামরিকদের সরে যাওয়ার নিরাপদ করিডোর, যুদ্ধবিরতি এবং যুদ্ধাপরাধের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর।
কার্ল নেহামার জানান, পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইইরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে অবহিত করা হয়েছে। সূত্র: সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।