Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার লাইভ, নেটিজেনদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১:০০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে পরীক্ষাকেন্দ্রের হলরুমে পরীক্ষা চলাকালীন ফেসবুক লাইভে আসলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন। তার লাইভ ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন সুমন। এরপর ফেসবুকে লাইভটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমাদের পরীক্ষা চলছে। সবাই লেখছে আমি বসে আছি। আমি তো বাংলায় লিখিনি। সব ইংরেজিতে। আমি লিখেছি গ্রুপ কি তা আনার গ্রুপ। আমার নেতার নাম দিয়ে দিছি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙে ফেলবানে।’

এদিকে ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ার পর নানা মন্তব্য উঠে এসেছে। জাকির হোসেন নামের একজন তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘‘উনি কষ্ট করে পরীক্ষার হলে এসেছেন সেটাই তো বেশি। উনার জন্য তার নিজ বাড়িতেই পরীক্ষা দেবার ব্যবস্থা করা উচিত ছিল।’’

উপহাস করে অপর একজন লিখেছেন, ‘‘আহা রে ভাইটা আমার রোজা রেখে মোবাইল নিয়ে পরীক্ষার হলে নিজেদেরকে বুলেট হিসাবে প্রতিষ্ঠিত করতে গেছে!! কতো বড়ো জাতীয় কাজ করতে গেছে ভাবা যায়!! এরাই আমাদের ভবিষ্যৎ!’’

আক্ষেপ করে জোবায়েদ হাসান মিল্কীর মন্তব্য, ‘‘এমন মহান নেতারই তো দরকার। এরাই জাতির ভবিষ্যৎ। এরাই আগামীর পথ প্রদর্শক। এরাই আমাদের গর্ব। এদের উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। এগিয়ে যাও সোনার ছেলেরা। এরপর চুরির লাইভ দেখতে চাই।’’

নাজমুল হাসান প্রশ্ন তুলেছেন, ‘‘একজন পরিক্ষার্থী পরিক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করে কিভাবে?? নিরাপত্তারক্ষী এবং পরিদর্শনে থাকা শিক্ষকদের আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসা করা প্রয়োজন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ