Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দীর্ঘ যানজটে নগরবাসীর কাহিল অবস্থা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১:১৮ পিএম

তীব্র গরম আর দীর্ঘ সময় যানজটে নগরবাসীর কাহিল অবস্থা। দিন যতই গড়াচ্ছে, ঢাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। সোমবার (১১ এপ্রিল) অফিস সময় শুরু হতেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ জটলায় অসহনীয় হয়ে উঠছে জনজীবন।

কর্মঘণ্টার বাইরেও ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষায় থাকছে রাজধানীবাসী। এই দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। রোজায় ঢাকায় আরও তীব্র হয়ে উঠেছে যানজট।

এদিন রাজধানীর বনানী থেকে মহাখালী, সাতরাস্তা, মগবাজার এলাকার সড়কগুলোতে রয়েছে তীব্র যানজট। যানবাহনের চাপ আছে তেজগাঁও লিংক রোড, বেগুনবাড়িসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভেতরের সব গলিতে। মিরপুর-গাবতলী সড়কেও লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

৯ জানুয়ারি, ২০২৩
২৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ