রাজাপুরে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ভারিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৫৪ টি গ্রাম সহ রাজাপুর উপজেলা শহরের বাগানবাড়িতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে
সাভার পৃথক স্থান থেকে তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাভারের কলমা, আশুলিয়া পলাশবাড়ী ও টঙ্গাবাড়ি থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সাভারের কলমা এলাকার একটি বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
অপরদিকে আশুলিয়া পলাশবাড়ী থেকে আরও এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে।
এ ছাড়া আশুলিয়া টঙ্গাবাড়ি থেকে উদ্ধার করা হয় অপর এক নারীর ঝুলন্ত লাশ।
সংশ্লিষ্ট থানাসূত্র বলছে, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।