Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪০ লাখেরও বেশি শিশু ঘরছাড়া : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

রাশিয়ার হামলা শুরুর ছয় সপ্তাহের মধ্যে ইউক্রেনের মোট শিশুর প্রায় দুই তৃতীয়াংশকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এ কথা বলেছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত ১৪২ শিশুর প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ; প্রকৃত সংখ্যা যে এর চেয়ে অনেক বেশি, তা ‘অনেকটাই নিশ্চিত’ জানিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা। কয়েকদিন আগেই ইউক্রেন যাওয়া ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, এত অল্প সময়ে ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখের ঘরছাড়া হওয়ার ঘটনা তিনি তার ৩১ বছরের কাজের অভিজ্ঞতায় আগে কখনোই দেখেননি। “যে ৩২ লাখের মতো শিশু এখনও তাদের ঘরে আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের প্রায় অর্ধেকই পর্যাপ্ত খাবার না থাকার ঝুঁকিতে থাকতে পারে,” নিরাপত্তা পরিষদকে বলেছেন ফনটেইন। মারিউপোল ও খারসনের মতো যেসব শহরে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বিঘিœত হচ্ছে, সেসব শহরের পরিস্থিতি সম্ভবত সবচেয়ে খারাপ বলেও সতর্ক করেছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন থেকে ১ লাখ ২১ হাজারের বেশি শিশু নিয়ে গেছে এবং দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করতে একটি বিলের খসড়া তৈরি করেছে বলে তারা খবর পেয়েছেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ


আরও
আরও পড়ুন