লাকসামের পরিবর্তে কুমিল্লা শহরে ভেন্যু করায় বিএনপির সম্মেলন পন্ড
কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম পৌর বিএনপির ৯টি ওয়ার্ড সম্মেলন লাকসামে না করে গোপনে কুমিল্লা নগরীতে করতে এসেও শেষ রক্ষা হলো না পৌর বিএনপির চৈতী কালাম
নড়াইলের লোহাগড়ায় সোহেল খান (৪০) নামের একাধিক হত্যা মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কুমড়ি গ্রামের বদির খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে অবস্থান করছিলেন সোহেল। রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রী ঘর থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়ালে কয়েকজন যুবক আকস্মিক এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।