রাবি শিক্ষিকাকে অপমান, শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
.jpeg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের ক্লাস চলাকালীন শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সেই বিভাগের মাস্টার্সের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকায় জমির সীমানা বিরোধের জেলে হামলা ও মারপিটে মা-ছেলেসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক আয়ুব বিশ্বাসটোলা গ্রামের মাজেদ আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), স্ত্রী সাবেরা বেগম (৪৫), ছেলে সাব্বির (২১), ইউসুফের ভাই মতিন (৪৩) ও মতিনের ছেলে নাসিম (২৭)। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ইউসুফ আলীর ছেলে মানিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের আলিমুদ্দিনের বসতবাড়ির উত্তর পাশের্^ ইউসুফ আলীর ক্রয়কৃত জমি রয়েছে। জমির আইল সীমানা নির্ধারণে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইউসুফের। এরই জেরে গত ২ এপ্রিল দুপুরে ইউসুফ আলী তার জমি বাদ দিয়ে সীমানা নির্ধারণ করতে বলায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইউসুফ আলী, স্ত্রী সাবেরা বেগম, ছেলে সাব্বির, মতিন ও নাসিম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। এর মধ্যে সাবেরা ও সাব্বিরের অবস্থা অবনতি হলে তাদের উন্নতি চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রতিপক্ষ কাইয়ুম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।