Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইথিওপিয়ায় জরুরি অবস্থা ১১ হাজার গ্রেফতার

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়া গত অক্টোবরের গোড়া থেকে জরুরি অবস্থা জারির পর থেকে এ পর্যন্ত ১১ হাজার লোককে গ্রেফতার করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন গত শনিবার একথা জানায়। ইথিওপিয়ায় গত এক বছর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে ঘন ঘন সহিংস পরিস্থিতির উদ্ভব হচ্ছে আর কর্তৃপক্ষও সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুরভাবে দমন অভিযান চালাচ্ছে। স্টেট অব ইমারজেন্সি ইনকোয়ারি বোর্ডের চেয়ারপারসন টাডেস হার্তোফা এক বিবৃতিতে বলেন, এ পর্যন্ত দেশে ঘোষিত জরুরি অবস্থার কারণে ১১ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৪৭ জন নারী। হার্তোফা বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যাসহ নানা অপরাধে এদের গ্রেফতার করা হয়েছে। অক্টোবরের শেষ দিকে দেশটির প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালিন আড়াই হাজার লোককে গ্রেফতারের কথা জানিয়েছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়ায় জরুরি অবস্থা ১১ হাজার গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ