Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনগণের ভোট ছাড়াই যে দেশে নির্বাচন হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

সোমালিয়ার পার্লামেন্টের জন্য বেশিরভাগ এমপি অনন্য নির্বাচনের পর শপথ নিয়েছেন। দেশটির পার্লামেন্টের নাম হাউজ অব দ্য পিপল (জনগণের ঘর)। কিন্তু এই নির্বাচনে ভোট দেননি দেশটির জনগণ। চার মাস দীর্ঘ ছিল এই নির্বাচন প্রক্রিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ১ কোটি ৬৩ লাখ জনসংখ্যার দেশটির পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র হাজার খানেক মনোনীত ব্যক্তি। এর কারণ হলো সোমালিয়াতে একটি জটিল ও পরোক্ষ রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয় না। নেই ‘এক ব্যক্তি, এক ভোট’ নির্বাচনি ব্যবস্থাও। এর বদলে পার্লামেন্টের ২৭৫ জন এমপি নির্বাচিত হন বিভিন্ন গোত্র প্রধান দ্বারা মনোনীত প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের দ্বারা নির্বাচিত সুশীল সমাজের সদস্যদের দ্বারা। এরপর এমপিরা ভোট দিয়ে নির্বাচন করেন প্রেসিডেন্ট, যিনি দেশ পরিচালনা করেন। ৫৪ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ সিনেট, সোমালিয়ার পাঁচটি আঞ্চলিক রাজ্যের প্রতিনিধিত্বকারীরাও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনগণের ভোট ছাড়াই যে দেশে নির্বাচন হলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ