১৭ বছরেও শেষ হয়নি বিচার সিরিজ বোমা হামলার
জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ১৭ বছর পরও বিচার শেষ হয়নি। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার (মুন্সীগঞ্জ ব্যতিত) ৪৩৪ স্থানে একযোগে
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ রোববার। এ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় রোববার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ওই উপজেলার সব ব্যাংকের শাখা কাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা-উপশাখা আজ বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে। রমজানে ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।