Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাড়ি বেচাকেনায় উল্লম্ফন তুরস্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

গত মাসে তুরস্কে আবাসিক সম্পত্তি বিক্রি বেড়েছে। এ বাড়ার হার গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট তুর্কস্ট্যাট জানিয়েছে, গত মার্চে মোট ১ লাখ ৩৪ হাজার ১৭০টি বাড়ি হাতবদল হয়েছে। ২০২১ সালের মার্চে এ সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ২৪১। গত মাসে বিদেশী ক্রেতাদের কাছে বাড়ি বিক্রি ৩১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৬৭ ইউনিটে পৌঁছেছে। ভূমধ্যসাগরীয় রিসোর্ট শহর আনতালিয়ায় ১ হাজার ৪৩৪টি আবাসিক সম্পত্তি হাতবদল হয়েছে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ি বেচাকেনায় উল্লম্ফন তুরস্কে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ