Inqilab Logo

সোমবার, ০৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, ০৪ যিলহজ ১৪৪৩ হিজরী

বিজ্ঞাপন নির্মাণ করলেন অভিনেতা সিদ্দিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান অভিনয়ের ফাঁকে ফাঁকে নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করে থাকেন। দীর্ঘদিন তিনি নির্মাণ থেকে দূরে ছিলেন। অনেক বছর পর আবার নির্মাণে ফিরেছেন। একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন। নয়া পল্টনস্থ চায়না টাউন শপিং সেন্টারের উপর এটি নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন নায়ক ইমন, নায়িকা তানহা তাসনিয়া, অনামিকা ঐশী, নায়িকা আরিয়ানা জামান, নায়ক সিয়ামসহ অনেকে। সিদ্দিক বলেন, অভিনয়ের মতো পরিচালনার কাজটিও দারুণ উপভোগ করি। এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। দর্শকের ভালো লাগবে। এদিকে সিদ্দিক ঈদের জন্য একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটির নাম ‘খোদা হাফেজ ঢাকা’। নাটকটিতে সিদ্দিকের বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। এছাড়া ঈদে তার অভিনীত নাটক ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’সহ আরও বেশ কিছু নাটক প্রচার হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন নির্মাণ করলেন অভিনেতা সিদ্দিক
আরও পড়ুন