Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পূবালী ব্যাংকের বনানী শাখা স্থানান্তর

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের স্থানান্তরিত ঢাকার বনানী শাখার সম্প্রতি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আজিজুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সালাম, মেট্রোপলিটান মেডিকেল সেন্টার লিঃ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ আলী ও আখ্তার হামিদ খান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রæত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং গ্রাহকদের চাহিদা পূরণে পূবালী ব্যাংক তার বনানী শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই শাখার মাধ্যমে পূবালী ব্যাংক আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে উন্নততর গ্রাহক সেবা প্রদান করে যাবে। ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক তার বনানী শাখাটি নতুন ভবনে স্থানান্তর করেছে। তিনি আশা প্রকাশ করেন, বনানী শাখা অত্র এলাকার শিল্পবিকাশে ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূবালী ব্যাংকের বনানী শাখা স্থানান্তর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ