Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোনে ফিজিক্যাল কীবোর্ড থাকছে। এক টিভি সাক্ষাতকারে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও জন সেন। আগের প্রায় সব ব্ল্যাকবেরি ডিভাইসে ফিজিক্যাল কীবোর্ড ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির সাম্প্রতিক উঞঊক৫০ এবং উঞঊক৬০ স্মার্টফোন দুটিতে এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়নি। নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে জন সেন এর বেশি কিছু বলেননি। এমনকি এই ফোনটি কী ধরণের হতে পারে সে সম্পর্কেও ধারণা করা যাচ্ছেনা! ধারণা করা হচ্ছে, ফোনটিতে ক্যান্ডিবার ফর্ম ফ্যাক্টর ব্যবহার করা হতে পারে অথবা প্রতিষ্ঠানটির প্রিভ ডিভাইসটির মত এটি হতে পারে একটি স্লাইডার ডিভাইস। ফিজিক্যাল কীবোর্ড সম্বলিত এই ডিভাইসটিকে অভ্যন্তরীণ ভাবে মারকিউরি (পারদ) নামকরণ করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিভাইসটিতে থাকতে পারে ৩ঃ২ রেশিওর একটি ৪.৫ ইঞ্চি ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে ইউনিট, একটি ২ গিগাহার্জ গতি সম্পন্ন অক্টা-কোর কোয়ালকম প্রসেসর, ৩ গিগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট অন বোর্ড স্টোরেজ, একটি ১৭ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইউনিট, একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং শ্যুটার এবং ৩,৪০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতাযুক্ত ব্যাটারি। ব্ল্যাকবেরির নতুন এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট।
স আদনান রিয়াদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ