এবারের ঈদে আসছে ‘অঘটন’র সিক্যুয়েল

গেল ঈদেই প্রচারে এসেছিল ঈদের বিশেষ নাটক ‘অঘটন’। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর লেখা নাটকটি দর্শকমহলে তুমুল
ঈদে চ্যানেল আইতে সিনেমা ঢাকা ড্রিম-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা, আরশ খান। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এসএম মহসীন। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজনে রয়েছেন কুমার বিশ্বজিৎ। আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.১৫ মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।