Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১:৫১ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে- আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন।
এরপর আগামী বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভ যাবেন। সেখানে তিনি সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতায় আরও সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘের প্রধানের ওপর সম্প্রতি চাপ বেড়েছে।
পুতিন ও জেলেনস্কির কাছে রাশিয়া ও ইউক্রেনের জাতিসংঘ মিশনের মাধ্যমে এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন আন্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি ‘ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ এবং বহুপক্ষীয় ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘের মহাসচিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ