Inqilab Logo

সোমবার, ২৭ জুন ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯, ২৬ যিলক্বদ ১৪৪৩ হিজরী

শাংহাইয়ে বাড়ছে লকডাউনের মেয়াদ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ২:১৫ পিএম | আপডেট : ২:৩৩ পিএম, ২৩ এপ্রিল, ২০২২

লকডাউনের কড়াকড়ি ঘিরে শহরবাসীর মধ্যে বাড়ছে অসন্তোষ। তাদের আশ্বাস দিয়ে চীনের শাংহাই শহরের প্রশাসন সম্প্রতি জানিয়েছিল, সংক্রমণ পরিস্থিতি ইতিবাচক ইঙ্গিত দিলেই আগামী কয়েক দিনের মধ্যে দফায় দফায় তুলে নেয়া হতে পারে লকডাউন

কিন্তু এই বার্তা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার এক ধাক্কায় কোভিডে ১১ জনের মৃত্যু হয়েছে। যার পরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। মনে করা হচ্ছে এমনটাই। এ দিনের পর শাংহাইয়ে কোভিডে মৃতের সংখ্যা ৩৬ পৌঁছে গিয়েছে।

চীনে গত কাল ২১১৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানায় ন্যাশনাল হেলথ কমিশন। তার মধ্যে ১৯৩১ জনই শাংহাইয়ের। ১ মার্চ থেকে হিসেব করলে শাংহাইয়ে এ ক’দিনের মধ্যে মোট ৪,৪৩,৫০০ জন সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। এখনও হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০,৮১৩ জন। ফলে জনসাধারণের মধ্যে কড়া লকডাউন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়লেও আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তত কড়াকড়ি থেকে সরে আসতে চাইছেন না কর্তৃপক্ষ। এই সময়ে চতুর্থ সপ্তাহে পা দেবে শাংহাইয়ের লকডাউন

অন্য দিকে, আগে টিকার সম্পূর্ণ ডোজ নেয়া থাকলেও থাইল্যান্ডে পা রেখেই কোভিড পরীক্ষা করানো বাধ্যতামূলক ছিল পর্যটকদের ক্ষেত্রে। রিপোর্ট পাওয়ার আগে হোটেলের বাইরে বেরোনোর অনুমতি ছিল না। তবে এ বার সেই ব্যবস্থা থেকে সরে আসছে থাইল্যান্ড। সে দেশের কোভিড টাস্কফোর্সের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ মে থেকে থাইল্যান্ডে এসে আর কোভিড পরীক্ষা করাতে হবে না টিকার সম্পূর্ণ ডোজ নেয়া পর্যটকদের। অর্থনৈতিক ভাবে পর্যটন শিল্পের উপরে নির্ভর দেশটি। পর্যটকদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সূত্র: টাইমস নাউ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ