আবারাও মসজিদে মানতে হবে ৯ নির্দেশনা

দেশজুড়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ ছয় দফা নির্দেশনা জারি
তুরষ্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটির সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে গত শনিবার তুরষ্ক গেছেন প্রধান বিচারপতি। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতকালীন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।