পদত্যাগ করতে বলায় সিনিয়র মন্ত্রীকে বরখাস্ত করলেন জনসন
.jpg)
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে বলার পর সিনিয়র একজন ব্রিটিশ মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
চীনের পর্যটকদের জন্য প্রবেশের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত। অপরদিকে, ভারতীয় শিক্ষার্থীদের চীনে ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারত। কারণ, ভারতমনে করে পাল্টা হিসাবে এ পদক্ষেপ নিয়েছে চীন। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে ২০ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে পর্যটক ভিসাধারী চীনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। কারণ, চীনের অনুমতি নেই। বার বার বিষয়টি নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি। এই পরিস্থিতিতে এ বার চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেয়া স্থগিত রাখল ভারত। প্রায় ২২ হাজার ছাত্রছাত্রী চীনের অনুমতির অপেক্ষায়। এখনও সে দেশে ঢুকতে পারেননি। অধিকাংশেরই পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছে। আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়। টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।