Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জবি সাংবাদিক সমিতি নামে কথিত কমিটিকে স্বীকৃতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির নামে গঠিত কথিত কমিটিকে স্বীকৃতি দেয়নি জবি প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে এক  বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মীজানুর রহমান এ কথা বলেন। এদিকে সাময়িক বন্ধ থাকা সাংবাদিক সমিতির অফিস শিগগিরই খুলে  দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জবি সাংবাদিক সমিতি কার্যকরী পরিষদ ২০১৬-১৭ এর সভাপতি সোহাইল মিয়া ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এর আগে গত সপ্তাহে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুব্রত ম-ল কিছু অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে জবি সাংবাদিক সমিতির নামে একটি কমিটি গঠন করে, যা কিছু অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এমনকি সমিতির নাম ভাঙিয়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধা নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতা এবং সাধারণ সদস্যরা গতকাল দুপুরে জবি ভিসির কার্যালয়ে ভিসি ও প্রক্টরের সঙ্গে বৈঠক করেন। এসময় জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সাংবাদিক সমিতির নামে ঘোষিত ওই কমিটিকে মানে না প্রশাসন। ওই কমিটি স্বীকৃতিও পাবে না। শিগগিরই সাংবাদিক সমিতির অফিস খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার ২৯ জন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে সম্প্রতি কিছু অনলাইন পত্রিকায় সত্যতা ছাড়া জবিসাসের নির্বাচন নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করায় উদ্বেগ প্রকাশ করেছে জবি সাংবাদিক সমিতি। এরকম সংবাদ পরিবেশনের ফলে জবিসাসের মর্যাদা ক্ষুণœ হয়েছে বলে মনে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবি সাংবাদিক সমিতি নামে কথিত কমিটিকে স্বীকৃতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ