Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুসলিমবিদ্বেষী হামলা বেড়েছে যুক্তরাষ্ট্রে

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষজনিত হামলা আগের তুলনায় ৬৭ শতাংশ বেড়েছে। নাইন-ইলেভেন পরবর্তী পরিস্থিতিতে এটাই গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ওইসময় সর্বোচ্চ সংখ্যক মুসলিমবিরোধী হামলা রেকর্ড করা হয়েছিল। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নতুন এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। গত সোমবার গোয়েন্দা সংস্থাটি এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ২০১৫ সালে মোট ৫ হাজার ৮৫০টি সংঘটিত ঘটনা রেকর্ড করা হয়। এরমধ্যে ৫৭ শতাংশ অপরাধের ঘটনা বর্ণগত, আর ধর্মীয় বিদ্বেষের হামলা হচ্ছে ২০ শতাংশ। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের মুসিলমরা ১৫৪টি মুসলিমবিদ্বেষী হামলার শিকার হয়। যেখানে ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ২৫৭টি। এ সংখ্যা ২০০১ সালের পর সর্বোচ্চ। নাইন-ইলেভেনের পরবর্তী সময় ৪৮১টি মুসলিমবিদ্বেষী হামলা সংঘটিত হয়। মুসলিমদের পরেই হামলার টার্গেটে রয়েছে ইহুদিরা বলে রিপোর্টে উল্লেখ করা হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিমবিদ্বেষী হামলা বেড়েছে যুক্তরাষ্ট্রে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ