চেক ডিজঅনার মামলায় শিল্পী আব্দুল মান্নান রানার কারাদণ্ড

চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় কণ্ঠ শিল্পী ও ব্যবসায়ী আব্দুল মান্নান রানাকে (৬৫)
বরগুনা সদর উপজেলা মোল্লা পাড়ায় পানিতে ডুবে হুমায়রা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১ মে ) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।
শিশুটির ফুফাতো ভাই কামাল হোসেন বলেন, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু হুমায়রা বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরে পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় ওই শিশুটির বাবা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহমেদ , আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বিষয়টি দেখার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।