ইউক্রেনের এক-তৃতীয়াংশ সেনার আত্মসমর্পণ

লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) লিসিচানস্কের কাছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইতালির সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা।
তিনি দেশটির স্কুল এবং পরিবারসহ সব রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দিন, ঘৃণা ও সন্ত্রাস পরিহারে সচেতন করে তুলুন।খবর আরব নিউজের।
প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা বলেন, এটাই হচ্ছে ইতালির সংবিধানের মূল নীতি।নতুন প্রজন্মসহ দেশের সবাইকে নীতি-নৈতকতার শিক্ষা দিতে হবে।বিভেদ ভুলে সমাজে সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা আরও বলেন, পবিত্র রমজান থেকে আমরা এ শিক্ষা নিতে পারি, কারণ ইসলাম হচ্ছে শান্তির বাহন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।