আগামী শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি,দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবিতে আগামী
দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পুরুষ (৪০) এক ব্যক্তি মারা যায়। আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পলাশবাড়ী রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসীরা জানায়, আজ সকালে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সেপ্রেস করে। উক্ত স্থান দিয়ে যাচ্ছিল ওই ওই অজ্ঞাত ব্যক্তিটি ব্যক্তিটির রেললাইন সংলগ্ন পলাশবাড়ি মোড়ে একটি পান দোকানে পান খেয়ে রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় ।
রেলওয়ে পুলিশের হিলি ফাড়িঁর কর্মকর্তা এস আই কায়কোবাদ জানান,কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে, এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।