কওমি মাদরাসার শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার

দেশের কওমি মাদ্রাসা শিক্ষা আপাতত নিয়ন্ত্রণে নিচ্ছে না সরকার। তবে মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার (৭ মে) বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেওয়া জন্যও অনুরোধ জানানো হয়েছে।
গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান।
মৃত্যুকালে বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর। বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন।
১৯৩৪ সালে সিলেটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে তিনি। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।