সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৪০০ কেজি চিংড়িসহ ৩ টি নৌকা আটক
.jpg)
সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন ও তার আওতাধীন টহল ফাড়ির বিশেষ অভিযানে বিষ দিয়ে
রামগড় সোনাইপুল বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিলিং লাইসেন্স ব্যতিত ভোজ্য তেলের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করাসহ সয়াবিন তেল মজুদকরণের অপরাধে সোনাইপুল বাজারের খান ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাদের জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।