করোনায় উইম্বলডন থেকে ছিটকে গেলেন বেররেত্তিনি

উইম্বলডন মিশন শুরুর আগেই ছিটকে গেলেন মাত্তেও বেররেত্তিনির। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসর থেকে নাম প্রত্যাহার
সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এখন মালদ্বীপে অবস্থান করছে বাংলাদেশ টিটি দল। ৯ থেকে ১২ মে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে রওয়ানা হয়ে সন্ধ্যার আগেই মালে পৌঁছেন লাল-সবুজের খেলোয়াড়রা। বাংলাদেশ দলে ছেলে ও মেয়ে দুই বিভাগে পাঁচজন করে দশজন খেলোয়াড় রয়েছেন। এই টুর্নামেন্টকে সামনে রেখে দেড় বছর ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। আগে ব্রোঞ্জ জিতলেও এবার বাংলাদেশের লক্ষ্য রুপা। টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘আগের এই টুর্নামেন্ট থেকে আমরা ব্রোঞ্জ জিতেছিলাম। এবার আমাদের লক্ষ্য রৌপ্য জেতা। সে লক্ষ্যে দীর্ঘদিন অনুশীলন করেছে ছেলে, মেয়েরা। আশা করি এই টুর্নামেন্টে ভালো কিছু সম্ভব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।