Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার দেশ পরিচালনা হবে ভিন্ন ধরনের : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ১২:০৪ এএম

দ্বিতীয় দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। শনিবার এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে শপথ নেন তিনি। শপথ শেষে ম্যাখোঁ জানান, দ্বিতীয় শাসনামল প্রথমবারের ধারাবাহিকতা হবে না; এ যাত্রায় নতুন পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন তিনি। একই সাথে তিনি বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ ফ্রান্স গড়ে তুলতে চেষ্টা করবেন। শনিবার এলিসি প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যাখোঁ। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মাত্র ৫শ’ অতিথি। এর মাঝে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, নিকোলাস সারকোযি এবং সাবেক প্রধানমন্ত্রী ও ধর্মীয় নেতারা। গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত রান অফ নির্বাচনে উগ্র-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লি পেনকে পেছনে ফেলে ৫৮.৫ শতাংশ ভোটে জয় পান ম্যাখোঁ। ফ্রান্সের অভ্যন্তরীণ নানা সংকট, ইউক্রেন যুদ্ধসহ পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নতুন কৌশলে দেশ শাসনের প্রত্যয় জানিয়েছেন তিনি। সমাজের বৈষম্য নিরসনসহ অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাত পুনর্গঠনেরও প্রত্যয় জানান তিনি। আগামী ১৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদের যাতা শুরু হবে ম্যাক্রন। এজন্য শিগগিরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। ২০১৭ সালে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন ইমানুয়েল ম্যাখোঁ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ