নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাইক নিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের সময় ফাইসাল রহমান নামের এক যুবক ধরা পড়েছেন। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছেন। ফাইসাল চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার এমএ রহমানের ছেলে। আটককৃত ছিনতাইকারীর সাথে থাকা অপর একজন পালিয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার সাড়ে ৮টার দিকে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক নারীর রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছিলেন। এসময় বাইকে চড়ে ছিনতাইকারী ফাইসাল ও আরেকজন ওই নারীর ব্যাগ ধরে টান দিয়ে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই নারী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে চিৎকার করলে বাইকসহ ফাইসাল নামের এক ছিনতাইকারীকে উপস্থিত জনতা ধরে ফেলে। এসময় আরেক জন ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে আরএমপি বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নেয় এবং তার বাইকটি জব্দ করে। বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফাইসাল নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ছিনতাইকারীদের একটি বাইক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।