Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেদোয়ান আহমেদকে গ্রেফতার ও তার গাড়িতে হামলার প্রতিবাদে এলডিপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:৫৬ পিএম

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা ও হামলার মুখে থানার ভেতরে গিয়ে আশ্রয় নেওয়ার পরও তাকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে দলটি।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহান, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্য সচিব অবাক হোসেন রনি ও কেন্দ্রীয় এলডিপির সদস্য সোলায়মান প্রমুখ।

বক্তারা বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধীদলের কোনো নেতাকর্মী নিরাপদ নয়। তারা ড. রেদোয়ান আহমেদের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার উপর হামলা করেছে। জীবন রক্ষার্থে নিজে থানায় গিয়ে আশ্রয় নেওয়ার পরও তাকে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়েছে। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই।

বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারি সরকারের পতন এখন সময়ের দাবি।



 

Show all comments
  • জাহাঙ্গীর আলম ১০ মে, ২০২২, ১:৪৪ পিএম says : 0
    সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযুদ্ধা ডঃ রেদোয়ান আহমদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ