শেরপুরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ
১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আওয়ামী লীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ১৭ আগষ্ট বিকেল চারটার শহরের বঙ্গবন্ধু স্কয়ার
শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চৌকিদারকান্দি গ্ৰামে এ ঘটনা ঘটে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত জাবেদা খাতুন উপজেলা সেনেরচর ইউনিয়নের বয়াতিকান্দি গ্রামের বাচ্চু দেওয়ানের স্ত্রী। ৪ বছর আগে তার মেয়ে লিমা আক্তারের সঙ্গে চৌকিদারকান্দি গ্রামের পারভেজ খালাসির বিয়ে হয়। পারভেজ বিয়ের পর থেকে মাঝে মধ্যে যৌতুকের টাকার জন্য চাপ দিত।'
তিনি আরও বলেন, ‘মাসখানেক আগে লিমা একটি ছেলে সন্তানের জন্ম দেন। আজ সকালে লিমার মা নিহত জাবেদা খাতুন নাতিকে দেখতে পারভেজের বাড়িতে যান। এসময় পারভেজ যৌতুকের জন্য লিমাকে মারধর শুরু করেন। তখন মেয়েকে মারার কারণ জানতে চেয়ে প্রতিবাদ করেন জাবেদা। একপর্যায় পারভেজ তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্বজনরা জাবেদাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
ওসি বলেন, ‘এ ঘটনার পর থেকে থেকে পারভেজ পলাতক আছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।