Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধিগ্রহণকৃত ভূমি হস্তান্তর

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে ১৭৫ শতক জায়গায় নির্মিত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ্আদালত ভবন। ইতোমধ্যে এর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে গতকাল সকালে অধিগ্রহণকৃত ভূমি বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান অধিগ্রহণকৃত ভূমির দলিল জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফিউল্যাহর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. বদিউল আলম ও রাজেশ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবুল হাসেম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ফাহমিদা হক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এএইচএম ফয়েজুল ইসলাম ও সার্ভেয়ার এল এ শাখার মিজানুর রহমান প্রমুখ। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু জানান, জেলা জজ আদালতে স্থান সঙ্কুলান না হওয়ায় জেলা প্রশাসন বর্তমান আদালত ভবনের দক্ষিণে ১৭৫ শতক জমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য অধিগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধিগ্রহণকৃত ভূমি হস্তান্তর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ