অমলশিদে ত্রিগাংয়ের ডাইক ভাঙ্গন : সিলেট জেলা বিএনপির উদ্বেগ

জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলের একটি ডাইক (নদী প্রতিরক্ষা বাঁধ) ভেঙে
চট্টগ্রাম ব্যুরো : সরকারি ন্যায্যমূল্যের চাল বিক্রি কর্মসূচিতে অবৈধ লেনদেনের অভিযোগে চট্টগ্রামে সাময়িক বরখাস্ত তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (বুধবার) জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক অজয় কুমার সাহা বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন এবং ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম। দুদক কর্মকর্তারা জানান, অবৈধ লেনদেনের ভিডিও ফুটেজের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে দ-বিধির ১৬১ ও ১৬৫ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
সরকারি ন্যায্যমূল্যের চাল বিক্রি কর্মসূচিতে অনিয়মের অভিযোগে গত ৩ নভেম্বর পাঁচজনকে আটক করা হয়। পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে।
এর আগে ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের অভিযোগে গত ১ নভেম্বর তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং তিন ডিলারের লাইসেন্স বাতিল করে খাদ্য অধিদপ্তর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।