Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কার ভাবনাতেও সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩১ এএম

করোনা নেগেটিভ হওয়ার পর নাটকীয়ভাবে প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে শুধু বাংলাদেশ দলেই নয়, আলোচনা আছে শ্রীলঙ্কা দলেও। দ্বীপ দেশটির অধিনায়ক দিমুথ করুনারত্নে বলছেন, সাকিব খেলবেন, এমনটা ধরে নিয়ে পরিকল্পনা করেছিলেন তারা।

ছুটিতে থাকায় দলের সঙ্গে চট্টগ্রামের অনুশীলনে শুরুতেই যোগ দেননি সাকিব। ঈদের ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ১০ মে করোনা পজিটিভ হন তিনি। নিয়ম অনুযায়ী পাঁচ দিন আইসোলেশনে থাকার কথা ছিল তার। ফলে ১৫ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বলেই ধরে নেওয়া হয়েছিল। এখন সেই সাকিবেরই প্রথম টেস্টের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। একদিন আগে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষার পর গতকাল বিসিবির আরেক দফা পরীক্ষাতেও নেগেটিভ হন তিনি। এদিনই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের খেলা নিয়ে আলাদা করে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব খেলবেন কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে সাকিবকে ঘিরে তৈরি হওয়া এমন পরিস্থিতিতে তাঁকে নিয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল করুনারত্নেকেও। এর জবাবে তিনি বলেছেন, ‘সাকিবকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল অবশ্যই। সে সেরা অলরাউন্ডার। (তবে) আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’
বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। খেলেছে বলা হলেও আদতে বৃষ্টির কারণে ঠিক প্রস্তুতি নেওয়া হয়নি তাদের। বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচে দুই দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৮.২ ওভার। তবে করুনারত্নে বলছেন, প্রস্তুতি ম্যাচে খেলার ঘাটতি নিয়ে ভাবনা নেই তাঁদের, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন মোটামুটি একই, ফলে প্রস্তুতি ম্যাচে তেমন পার্থক্য হবে না। আমরা যথেষ্ট অনুশীলন করেছি, সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত আমরা।’
শ্রীলঙ্কার এ সফরের শুরু থেকেই ঘুরেফিরে এসেছে দেশটির পরিস্থিতি। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশটি ক্রিকেটে স্বস্তি খুঁজছে, সেটিও বোঝা গিয়েছিল আগেই। করুনারত্নে আবারও বললেন সেটি, ‘সবাই জানে কী ঘটছে। আমরা ক্রিকেট খেলতে এসেছি, সেটি নিয়েই ভাবনা। জনগণের জন্য শুধু একটা ভালো ফল নিয়ে যেতে পারি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কার ভাবনাতেও সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ