স্কয়ার ফার্মার আগুন নিয়ন্ত্রণে আসলো ১৯ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায়

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় লাগা আগুন ১৯ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বান্দরবানের আলীকদম উপজেলায় লেকের পানিতে পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে পাহাড়ী মৎস্য চাষের লেকের পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু সহোদর।
নিহতরা হলো- সিরাজ কারবারী পাড়ার বাসিন্দার মাহমুদ উল্লাহর কন্যা মারুফা (৭) এবং মাহফুজা (৪)।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যার আগে লেকের পাড়ে আম গাছের নিচে খেলাধুলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ২ বোন। শুক্রবার রাত দেড়টার সময় ১ জনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ মিলেছে আজ শনিবার সকালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের সেকেন্ড অফিসার এনামুল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।