মেয়রের ভাইয়ের নাম ভাঙ্গিয়ে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মেঝ ভাই সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ সহ তিন জনের নাম ব্যবহার করে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করায় মাইনুল
জয়পুরহাটের পাঁচবিবিতে ছেলের হাতে পিতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে পাঁচবিবি উপজেলায় আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল কাদের দেওয়ান (৭২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরণ গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আব্দুল কাদের দেওয়ান ও তাঁর ছেলে সুলতান এর ঝগড়া হয়। কোন এক সময় ছেলে সুলতান তার বাবাকে হত্যা করে এরপর সকালে পাড়া-প্রতিবেশীদের ডেকে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে প্রচারণা চালায়। তাঁর বাবার মাথায় আঘাতের চিহ্ন দেখে পাড়া
-প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।পুলিশ তার বাবাকে হত্যার অভিযোগে তাকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।