খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় তাপস পাল (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নেই। তবে চাপ রয়েছে যানবাহনের। ফেরি ও ঘাট সঙ্কটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফিড মিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
রোববার সকালে ঘাটে অবস্থান করে এ চিত্র দেখা গেছে। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফিড মিল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে দুই শতাধিক বাস, প্রাইভেটকার ফেরির অপক্ষোয় রয়েছে। এছাড়াও গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এরমধ্যে কিছু বাসও রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।