ঈদে আঁখি আলমগীরের নতুন গান

ঈদে প্রকাশিত হবে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গান ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানী ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এতে হাতে গুরুতর চোট পেয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে তানজিন তিশা বলেন, আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। তারপরেও চেষ্টা করছি শুটিংটা শেষ করার জন্য।
এসময় বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান তিনি।
জানা গেছে, এই বিজ্ঞাপনের আরো তিন দিনের শুটিং বাকি। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আগা নাহিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।