‘পদ্মা সেতু’র নিউজে কটূক্তি, বিএনপি নেতা গ্রেপ্তার
‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’- একটি গণমাধ্যমের প্রকাশিত নিউজের ফেসবুক পোস্টে কটূক্তি মন্তব্য করার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার
পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় সিলেটে নিখোঁজ হয়েছেন দু’জন। গতকাল রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় খারইল বিলের মধ্যবর্তীস্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে। আজ সোমবার (১৬ মে) সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে। তবে নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন। নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন নদীতে অভিযানকারী ডুবুরী দলের টিম প্রধান শহীদুল ইসলাম। তিনি জানান, সোমবার সকাল ৭টা ডুবুরী দলের ৩ সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছের। কিন্তু নিখোঁজদের এখনও কোন সন্ধান মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।