২১ জেলার সংক্ষিপ্ত সড়ক পথের মাওয়া ফেরি সেক্টরে শুনশান নিরবতা, পাটুরিয়াতেও গাড়ীর জন্য ফেরির অপেক্ষা

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী সহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে সংযুক্ত
টিটিইকে বরখাস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ সোমবার সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম। সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।
প্রতিবেদন পাওয়ার পর পশ্চিম অঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তিন সদস্যদের তদন্ত কমিটির তদন্তে টিটিই শফিকুল সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। টিটিই শফিকুল ইসলামের যাত্রীদের সঙ্গে অসদাচরণের বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।