অবৈধ টোলের চাঁদাবাজদের আক্রমণে মাগুরা উপজেলা ভাইস চেয়ারম্যান আহত

কামারখালী সেতুতে অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী চাঁদাবাজদের আক্রমনে মারাত্মক জখম হয়ছে মাগুরা পৌর
ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে এক শ্রমিক এবং ইলিশায় সড়ক দূর্ঘটনায় মাইসা নামে এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছেন। সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিপন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা যায়, ভোলার ২৫০ শয্যার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রিপন ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ভোলা ইলিশা কারিমিয়া মাদ্রাসার সামনে ঘরপোড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মাইসা নামের ( ১২)এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে।
মা- শিশু সহ একই পরিবারের (৩) জন গুরুতর আহত।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।