নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
নাটোরের সিংড়ায় সোমবার বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত. সাইদুর রহমান বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে ও বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সোমবার (১৬ মে) সকালে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রামে একটি পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারা ফাঁদপাতা ছিল। পরে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।