নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
ভোলার দৌলতখানে ইউপি সদস্যের বসতঘরে আগুন দিয়েছে দুর্বত্তরা। সোমবার( ১৬ মে) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাহাজন বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্যের বসতঘরের বারান্দার জানালার বাহির থেকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ঘরের মূল্যবান মালামাল পুড়ে কমপক্ষ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ইউপি সদস্য মোঃ নান্নু মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন ঘিরে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র করেই তার বসতঘরে আাগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, অগ্নিকান্ডের খবর পেয়ে আগুন আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।