ঈশ্বরগঞ্জে তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সালমানুল হক বিজয় (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে
গফরগাঁও উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযোন চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল-পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের মঞ্জুরুল ওরফে মুঞ্জু, সুতারচাপুর গ্রামের লিটন ওরফে রিটন, পাইথল গ্রামের রাকিব, পাঁচুলি গ্রামের পনির আহাম্মেদ ও পাগলা উত্তরপাড়া গ্রামের ইমন হোসেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামী মুঞ্জু ও লিটনের বিরুদ্ধে পাগলা,ভালুকা, শ্রীপুর ও কাপাসিয়া থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বাকী তিন জনের মধ্যে রাকিবের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং পনির ও ইমনের আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।