Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালিতে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ৬:৪২ পিএম

মালির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগ সম্প্রতি একটি সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ ও ১২ মে রাতে কিছু সৈন্য সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে। সৈন্যরা একটি পশ্চিমা দেশের সমর্থনপুষ্ট।

বিবৃতিতে দেশের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বিপন্নকারী এই আচরণের তীব্র নিন্দা জানানো হয়। এর উদ্দেশ্য দেশের পুনর্গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মালির অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি খতিয়ে দেখছে এবং অভ্যুত্থানের প্রচেষ্টায় জড়িতদের সন্ধান করছে। বিবৃতিতে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা বলা হয়নি বা অভ্যুত্থানের প্রচেষ্টায় জড়িত সৈন্যদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যর্থ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ