Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাইপারসনিক পরীক্ষা যুক্তরাষ্ট্রের

কিউবা নীতিতে পরিবর্তন, উ.কোরীয়দের চাকরি দেয়া নিয়ে হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৩ এএম

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে তারা সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রæত ছুটতে পারে। গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপক‚লে অস্ত্রের পরীক্ষাটি চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য র‌্যাপিড রেসপন্স উইপন (এআরআরডবিøউ) ছোড়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডবিøউ-এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।’ শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি দেশও হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় নিশানায় ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে। অপরদিকে, কিউবা সংক্রান্ত নীতিতে বদল আনার উদ্দেশে বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ট্রাম্প আমলে আরোপ করা পারিবারিক রেমিট্যান্স পাঠানোর ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণের অনুমতি প্রদান এবং কিউবার নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়া ব্যাপকভাবে বাড়ানো। মার্কিন সরকারের এক দীর্ঘ পর্যালোচনার পর এসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর হাভানার প্রতি মার্কিন মনোভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। তবে এই ঘোষণায় মার্কিন-কিউবা সম্পর্কে ঐতিহাসিক সমঝোতায় ফেরানোর উদ্যোগের বিষয়ে কিছু বলা হয়নি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তত্ত¡াবধানে ওই উদ্যোগ নেওয়া হয়। ওই প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রকৌশলী ঐতিহাসিক সমঝোতায় ফিরিয়ে আনার জন্য থেমে যায়, যার অধীনে বিডেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ওবামা আমলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, ভ্রমণ নিষেধাজ্ঞা সঙ্কুচিত করা এবং ভিসা প্রক্রিয়া দ্রæত করার উদ্যোগ নেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে তারা কিউবা সীমাবদ্ধ তালিকা থেকে কারও নাম সরাবে না। পররাষ্ট্র দফতরের এই তালিকায় কিউবার সরকার এবং সেনাবাহিনীর পাশাপাশি তাদের সমর্থিত কোম্পানিগুলোর নাম রয়েছে। এগুলোর সঙ্গে কোনও মার্কিন প্রতিষ্ঠান কিংবা নাগরিক বাণিজ্য করতে পারে না। এছাড়া যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, উত্তর কোরিয়ার আইটি কর্মীরা পরিচয় লুকিয়ে ঘরে বসে করা কাজ করা চাকরি খুঁজছে। তাদের লক্ষ্য পিয়ংইয়ংয়ের জন্য অর্থ চুরি করা। যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি সংস্থা জানিয়েছে, এদের অনেকেই নিজেদের এশিয়ার অন্য অংশ থেকে আসা বলে পরিচয় দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ চাকরি খুঁজতে থাকা আইটি কর্মীরা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করতে চায়, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লংঘন। গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত মার্চে পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, মার্কিন রাজস্ব দফতর এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো যৌথ বিবৃতিতে এই বিষয়ে সতর্ক করেছে। এতে বলা হয়েছে, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাজস্ব সংগ্রহের জন্য অতি দক্ষ হাজার আইটি কর্মী সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার লংঘন।’ ওই বিবৃতিতে বলা হয়, এসব কর্মীরা উত্তর কোরিয়া এবং অন্য দেশে বসবাস করছে। অন্য দেশের মধ্যে মূলত চীন ও রাশিয়ায় বসবাস করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও অল্প কিছু কর্মী রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। রয়টার্স, বিবিসি।

 

 



 

Show all comments
  • Dareddro Abdullah Dareddro Abdullah ১৮ মে, ২০২২, ১১:০৩ এএম says : 0
    যুক্তরাষ্ট্র ভারত ইজরাইল সহো ন্যাটো ভুক্ত দেশ সমূহ পৃথিবীর মানুষ জাতির জন্য হুমকি স্বরূপ এদেরকে কঠোর ভাবে প্রতিরোধ করুন
    Total Reply(0) Reply
  • J Alam Khan ১৮ মে, ২০২২, ১১:০৪ এএম says : 0
    চীন ১নাম্বারের পরাশক্তি হবে ২০২৮সালে।
    Total Reply(0) Reply
  • Shah Jahan Shimu ১৮ মে, ২০২২, ১১:০৪ এএম says : 0
    খেলা হবে,খেলার আগেই এত ভয় পেলে কেমনে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ